আগামী ঈদ নিজ দেশে উদযাপন করবে রোহিঙ্গারা, আশা প্রধান উপদেষ্টার
রোহিঙ্গারা যেন আগামী বছর মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের নিজ বাড়িতে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারে, সেই লক্ষ্য নিয়ে জাতিসংঘের সঙ্গে সম্মিলিতভাবে প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার কক্সবাজারের উখিয়ার শরণার্থী শিবিরে প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে অংশ নিয়ে এ কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস।
ইফতারের সময় প্রধান উপদেষ্টা সঙ্গে ছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও।
রোহিঙ্গাদের উদ্দেশ্যে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তিনি বলেন, আল্লাহর কাছে দোয়া করি সাম্মর বার যেন তারা নিজেদের বাড়িতে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারে।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেশে ফেরাতে বিশ্বব্যাপী প্রচেষ্টা চালানো হবে। ঈদে মানুষ আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করে, কিন্তু রোহিঙ্গাদের জন্য সেই সুযোগও নেই।
সূত্র : বাসস।
বিডি-প্রতিদিন/বাজিত
প্রকাশিত: | By Symul Kabir Pranta