অভয়নগরে ইসলামী আন্দোলনের মতবিনিময় সভা ও গণ ইফতার
যশোরের অভয়নগরে "রাষ্ট্র বিনির্মাণে মাহে রমজান" শীর্ষক আলোচনা সভা ও গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চলিশিয়া ইউনিয়ন শাখার আয়োজনে শুক্রবার (১৪ মার্চ) বিকালে উপজেলার চলিশিয়া নতুন বাজারে এ আয়োজন হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চলিশিয়া ইউনিয়ন শাখার সভাপতি আতিয়ার খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ অভয়নগর উপজেলা শাখার সভাপতি মো. মোকাররম শেখ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শাখার সহ সভাপতি মুফতি আশরাফ সাঈদ কাসেমী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শাখার সহ সভাপতি জামানুর রহমান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন চলিশিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি ইমরান হোসেন। সার্বিক সহযোগিতা করেন উপজেলা শাখার শিল্প ও বাণিজ্য সম্পাদক মনিরুল বিশ্বাস। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি আলহাজ্ব অজেদ আলী বিশ্বাস, ইউনিয়ন মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা মুফতি আবু বক্কার, হাফেজ নোমান হুসাইন। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ জাহিদুল ইসলাম।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta