কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিল
কুড়িগ্রামের চর মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টার সম্মতিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শুক্রবার বিকেল ৫টায় কুড়িগ্রাম কলেজমোড়স্থ বিজয়স্তম্ভ থেকে শুরু হয়ে একটি আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এসে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান, মুখ্য সংগঠক সাদিকুর রহমান, সংগঠক আলমগীর হোসেন এবং মুখপাত্র জান্নাত তহুরা তন্বী প্রমুখ।
বক্তারা কুড়িগ্রামের জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টাকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta