সুনামগঞ্জে ব্যবসায়ীর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
ব্যবসায়ী আব্দুস সামাদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে তাদের ফাঁসির দাবিতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে মানববন্ধন কর্মসূচি আয়োজিত হয়। এতে বক্তব্য রাখেন মহব্বতপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি মারফত আলী, সহ সভাপতি সামছুল ইসলাম, সেক্রেটারি পারভেজ হোসাইন, ব্যবসায়ী মাওলানা বাশির আহমদ, বাজার মসজিদের ইমাম আনোয়ার হোসেন, জফির আলী, চান মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা জানান, মহব্বতপুর বাজারের ব্যবসায়ী আব্দুস সামাদের খুনিদের মধ্যে দুজনকে আটক করা হয়েছে, তবে বাকিরা এখনও পলাতক।
তাদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানিয়ে বক্তারা বলেন, আব্দুস সামাদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং তার মা ও স্ত্রীকেও হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়, যার ফলে তারা গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন।
গত শনিবার পারিবারিক বিরোধের কারণে প্রতিপক্ষের হামলায় আব্দুস সামাদ (৩৫) গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা যান। এই ঘটনার পর, তার বড় ভাই আব্দুল মান্নান রোববার ১১ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় দোয়ারাবাজার থানা পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। নিহত আব্দুস সামাদ সুরমা ইউনিয়নের কাউয়াঘর গ্রামের আনজব আলীর ছেলে ছিলেন।
মুনতাসির/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta