মনোহরগঞ্জে জামায়াতের ইফতার অনুষ্ঠান
কুমিল্লার মনোহরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার দক্ষিণ বাতাবাড়িয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ড. একেএম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী।
তিনি কুরআন ও সুন্নাহ অনুসরণ করে রমজান মাসের গুরুত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কল্যাণকর রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে এবং কুরআন ও সুন্নাহ অনুসরণ করলেই একটি কল্যাণকর রাষ্ট্র গঠন সম্ভব।
তিনি আরও বলেন, বাংলাদেশে কুরআন ও সুন্নাহ অনুসরণ করলে ধর্ষণসহ সকল অপরাধ থেকে মানুষ বিরত থাকবে।
অধ্যাপক ড. একেএম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী আরও বলেন, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং অন্যান্য মতবাদের রাষ্ট্র পরিচালনা করে আসছে স্বাধীনতার পর থেকে, কিন্তু এগুলো আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী শাসনব্যবস্থায় বিশ্বাসী দলের প্রার্থীকে সমর্থন জানিয়ে ইসলামি শাসন প্রতিষ্ঠায় সাহায্য করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ফয়েজুর রহমান, সরসপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাকসুদ আলম, সরষপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শহিদুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা পূর্ব শিবিরের সভাপতি রবিউল হোসেন, মনোহরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জহিরুল ইসলাম, ডা. সোহেল আহমেদ প্রমুখ।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা ইয়াকুব।
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta