বিচারের সময়সীমা কমানোর জন্য চেষ্টা চালাচ্ছে সরকার : আইন উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, বিচারের সময় সোজা হওয়ার যে বাধাগুলো আছে, সরকার সেগুলো দূর করার চেষ্টা করছে। শুক্রবার (১৪ মার্চ) এক জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।
তিনি মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া আট বছরের শিশু আছিয়ার বিচারের বিষয়েও আলোচনা করেন।
এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, তাড়াহুড়া করে মামলা নিষ্পত্তি হলে অবিচারের আশঙ্কা থাকে, তবে এই বিষয়টি সঠিকভাবে সমাধান করা প্রয়োজন। তিনি বলেন, আমরা বর্তমান আইনে থাকা ১৮০ দিন সময়সীমাকে কমিয়ে ৯০ দিন করার প্রস্তাব দিয়েছি। ১৮০ দিনও অনেকের কাছে বেশি মনে হতে পারে। তবে এটি করার মাধ্যমে আমরা আরো কিছু পদক্ষেপ নিচ্ছি, যাতে বিচারের বিলম্ব দূর করা যায়।
ধর্ষণ মামলায় অভিযুক্তের জামিনের বিষয়ে তিনি জানান, দিনাজপুরে যে জামিনের কথা বলা হয়েছে, সেটি হাইকোর্ট থেকে দেওয়া হয়েছিল। তবে রাষ্ট্রপক্ষ আইনি উদ্যোগ নিয়ে এর বিরুদ্ধে আপিল করেছে, যার ফলে আপিল বিভাগ জামিনটি বাতিল করেছে। আমাদের প্রস্তাবিত আইনে জামিনের কোনও বিধান থাকবে না।
খসড়ায় বলা হয়েছে, জামিন দেওয়া হলে বিচারক নির্দিষ্ট সময় পর পর এটি পুনঃবিবেচনা করবেন এবং যদি জামিন প্রাপ্ত ব্যক্তি বিচারকার্যে কোনো সমস্যা সৃষ্টি করেন বা ভুক্তভোগীকে ভয় দেখান, তবে জামিন বাতিল করার ক্ষমতা বিচারকের থাকবে।
বিডি প্রতিদিন/হিমেল
প্রকাশিত: | By Symul Kabir Pranta