কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ কাজ পরিদর্শন প্রধান উপদেষ্টার
কক্সবাজারে চলমান আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি সাইট পরিদর্শন করে নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১৪ মার্চ) দুপুর ১২টা ৪৮ মিনিটে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে সঙ্গে নিয়ে বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে কক্সবাজার পৌঁছান প্রধান উপদেষ্টা। এরপর গুতেরেস সরাসরি উখিয়া রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যান। সেখানে তার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস অফিস থেকে জানানো হয়েছে, গুতেরেসের departure পর মুহাম্মদ ইউনূস কক্সবাজারে নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি সাইট পরিদর্শন করেন।
বিমানবন্দরের নির্মাণ কাজের অগ্রগতি ও বর্তমান অবস্থা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে বিস্তারিতভাবে অবহিত করা হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) একটি সারসংক্ষেপ উপস্থাপন করেছে।
বেবিচক জানিয়েছে, বিমানবন্দরের নির্মাণ কাজ ৯৫ শতাংশ শেষ হয়েছে এবং বাকি কাজ চলতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া, বিমানবন্দরটি চালু হলে প্রতিদিন ৪০ থেকে ৫০টি এয়ারক্রাফট উত্থান-পতন করবে বলে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে।
২০১৫ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিমানবন্দরটির আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ উদ্বোধন করেন। পুরনো ৬,৭৭৫ ফুট রানওয়ের দৈর্ঘ্য ১০,৭০০ ফুটে উন্নীত করতে ব্যয় হচ্ছে ১,৯০০ কোটি টাকা।
পরিদর্শন শেষে ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উখিয়ায় প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করার জন্য যোগ দেবেন।
পরিদর্শন ও ইফতার শেষে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব সন্ধ্যায় একসঙ্গে ঢাকায় ফিরবেন।
সালাউদ্দিন/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta