অগ্রিম টিকিট: চট্টগ্রাম থেকে ঈদ উপলক্ষে ১৬টি আন্তঃনগর ট্রেন চলবে প্রতিদিন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত চাপ মোকাবিলা করার জন্য রেলওয়ে পূর্বাঞ্চল পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ২৮টি মিটারগেজ যাত্রীবাহী কোচ সার্ভিসে যুক্ত করেছে। তাছাড়া, ১৪টি মিটারগেজ লোকোমোটিভ ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। সব মিলিয়ে ঈদ উপলক্ষে প্রতিদিন ১৬টি আন্তঃনগর ট্রেন চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যাবে, যার মোট আসন সংখ্যা ৯ হাজার ৪২০টি।
শুক্রবার দুপুর ২টা থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে, যেখানে প্রথম দিনে ২৪ মার্চের টিকিট বিক্রি করা হয়েছে।
অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি
রেলওয়ে পূর্বাঞ্চল সূত্রে জানা গেছে, ১ এপ্রিল ঈদুল ফিতর উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
ঈদ ফেরত যাত্রীদের জন্য টিকিট বিক্রির কার্যক্রম ২৪ মার্চ থেকে শুরু হবে।
বিশেষ ব্যবস্থা ও ট্রেন সংখ্যা বৃদ্ধি
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বক্কর সিদ্দিক জানান, শুক্রবার দুপুরে অনলাইনে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এবার ১৬টি আন্তঃনগর ট্রেন চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে চলাচল করবে, তাছাড়া চট্টগ্রাম-চাঁদপুর রুটে এক জোড়া বিশেষ ট্রেন চলবে।
এছাড়া, প্রতিটি আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। ফিরতি যাত্রার জন্য অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং একবারে চারটি আসন সংগ্রহ করতে পারবেন।
বিডি প্রতিদিন/আশিক
প্রকাশিত: | By Symul Kabir Pranta