রাজারহাটে আছিয়া হত্যার প্রতিবাদে প্রতিবাদ মিছিল
"আমার বোন কবরের মধ্যে, ধর্ষক কেন বাইরে?"—এই স্লোগানে আছিয়া হত্যার প্রতিবাদ এবং দোষী ধর্ষকদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজারহাট উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছে।
শুক্রবার বিকাল ৩টায় সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ গেট থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়।
মিছিলটি উপজেলা শহরের প্রধান সড়কগুলো ঘুরে সোনালী ব্যাংক চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তৃতা দেন- জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের যুগ্ম আহ্বায়ক হাসান জিহাদি, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আরিফুল ইসলাম, উপজেলা মুখপাত্র হাসান মেহেদী, যুগ্ম আহ্বায়ক জিসান, যুগ্ম আহ্বায়ক সায়েদুর রহমান, মাছুম বিল্লাহ প্রমুখ।
সমাবেশে বক্তারা আছিয়া হত্যার দ্রুত বিচার দাবি করেন এবং ধর্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta