৬ জেলার জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস
দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত তাপপ্রবাহের মাত্রা আরও বাড়তে পারে। শুক্রবার (১৪ মার্চ) সারাদেশের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, এ বিষয়ে শুক্রবার (১৪ মার্চ) আবহাওয়া অধিদফতর পূর্বাভাস দিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট বিভাগের কিছু স্থান অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। ফরিদপুর, রাজশাহী, ঈশ্বরদী, খুলনা, যশোর এবং চুয়াডাঙ্গা জেলায় মৃদু তাপপ্রবাহ চলমান রয়েছে, যা আরও বিস্তৃত হতে পারে। এর ফলে শুক্রবার (১৪ মার্চ) সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।
সিনপটিক পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশের অঞ্চলে লঘুচাপের প্রভাব বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এদিকে, শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু স্থান দমকা হাওয়া সহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্য জায়গায় আংশিক মেঘলা আকাশ সহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে। একই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
বাঁধন/সিইচা/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta