কক্সবাজারে পুলিশ ভ্যান খাদে পড়ে কনস্টেবল নিহত
কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় হাইওয়ে পুলিশের একটি গাড়ি খাদে পড়ে ঘটনাস্থলে নাজমুল হাসান (৫০) নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও চার পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।
শুক্রবার (১৪ মার্চ) রাত ২টার দিকে মালুমঘাট হাইওয়ে থানার পুলিশের গাড়িটি দায়িত্ব পালনকালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
নিহত নাজমুল হাসান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসিন্দা ছিলেন।
মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মো. মেহেদী হাসান জানিয়েছেন, গাড়িটি হাইওয়েতে দায়িত্ব পালনের সময় খাদে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে নাজমুল হাসান মারা যান।
বিডি প্রতিদিন/আশিক
প্রকাশিত: | By Symul Kabir Pranta