রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সব কিছু করবে জাতিসংঘ: গুতেরেস
রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘ সব ধরনের পদক্ষেপ নেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে সফররত সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
আন্তোনিও গুতেরেস বলেন, খাদ্য সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গারা সংকটের মুখোমুখি। জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রোহিঙ্গাদের সহায়তা বাড়ানোর গুরুত্ব আরও বেশি করে তুলে ধরবে।
তিনি বলেন, রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যেতে চায় এবং এটি তাদের অধিকার, তারা নির্যাতিত হয়েছে।
এর আগে, তিনি ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে এক ঘণ্টার বৈঠক করেন। সেখানে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।
অ্যান্তোনিও গুতেরেস বলেন, রোহিঙ্গাদের প্রতি সংহতি প্রকাশ করতে ও তাদের পাশে দাঁড়াতে তিনি এখানে এসেছেন। তিনি আরও বলেন, তিনি কখনোই এমন জনগণকে এত বৈষম্য সহ্য করতে দেখেননি। আন্তর্জাতিক সম্প্রদায় তাদের ভুলে গেছে, এবং সহায়তা কমে যাওয়া একটি অপরাধ।
তিনি উল্লেখ করেন, পশ্চিমা দেশগুলো তাদের প্রতিরক্ষা বাজেট দ্বিগুণ করেছে, কিন্তু মানবিক সহায়তা কমিয়ে দিয়েছে। জাতিসংঘ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে, যারা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়েছে।
এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস বিভাগ থেকে জানানো হয়েছে, এদিন দুপুর ১২টা ৪৮ মিনিটে বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে জাতিসংঘ মহাসচিব কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। পরে তিনি উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের উদ্দেশে রওনা দেন এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। দুপুর ২টা ১০ মিনিটে মহাসচিব ক্যাম্পে পৌঁছান।
জাতিসংঘ মহাসচিবের কর্মসূচির মধ্যে ছিল রোহিঙ্গা লার্নিং সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র এবং পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন। এসব অনুষ্ঠান শেষে, তিনি উখিয়ায় প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন।
এদিকে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস কক্সবাজার বিমানবন্দরের একটি প্রকল্প উদ্বোধন এবং খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করেন। পরে তিনি জাতিসংঘ মহাসচিবের সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতারে যোগ দেবেন।
পরিদর্শন ও ইফতার শেষে, প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।
সালাউদ্দিন/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta