বোয়ালমারীতে শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা
গাজীপুরের কালীগঞ্জে জামায়াতে ইসলামের আয়োজিত ইফতার মাহফিলে হামলা হওয়ায় প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছে কালীগঞ্জ উপজেলা জামাত।
শুক্রবার (১৪ মার্চ) বাদ জুমা জামায়াত একটি বিক্ষোভ মিছিল বের করে। গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য খায়রুল হাসানের নেতৃত্বে মিছিলটি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক থেকে শুরু হয়ে কালীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক ধরে ব্যাংকের মোড়ের খোদেজা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে খায়রুল হাসান বলেন, ইফতার মাহফিল একটি ধর্মীয় আবেগের স্থান। যেখানে আঘাত করা একেবারে অগ্রহণযোগ্য এবং ক্ষমার যোগ্য নয়।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা অনুরোধ জানাচ্ছি, দ্রুত তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় আনুন।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা জামায়াতের নায়েবে আমির আফতাব উদ্দিন, পৌর জামায়াতের আমির মাওলানা আমিনুল এহসানসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এদিকে গত বৃহস্পতিবার জামায়াতে ইসলামী উপজেলার বাহাদুরসাদীর খলাপাড়া এলাকায় একটি ইফতার মাহফিল আয়োজন করেছিল। তবে বিএনপি কর্মীরা সেই মাহফিলে বাধা দেয়। এক পর্যায়ে বাকবিতণ্ডার পর সংঘর্ষে জামায়াতের ১০ জন কর্মী আহত হন।
এদের মধ্যে ২ জন গুরুতর আহত হয়ে গাজীপুর তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে চিকিৎসা নিতে পাঠানো হয়।
মুনতাসির/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta