দৌলতদিয়া পতিতালয়ে অভিযান, হেরোইনসহ গ্রেপ্তার আসামি
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, ‘ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে ১৬ বছরে সংঘটিত সব হত্যা, গুম ও নির্যাতনের বিচার করতে হবে।’
তিনি আরও বলেন, ‘শুধু পিলখানা ট্র্যাজেডির ৫৭ সেনা কর্মকর্তার হত্যার বিচার হলে শেখ হাসিনার ৫৭ বার ফাঁসি হবে। পালানোর আগে যিনি গণহত্যা চালিয়েছেন, তারও বিচার হবে। শেখ হাসিনা আর কখনোই দেশে ফিরে আসতে পারবে না।’
আজ বৃহস্পতিবার বিকেলে যশোরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব মন্তব্য করেন।
যশোর শহরের হোটেল অরিয়নে অনুষ্ঠিত সভায় যশোর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়াও বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, এবং ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মো. ইয়াহইয়া।
প্রধান অতিথি আমান উল্লাহ আমান বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও চলমান এবং আরও হবে।
তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের জনগণ বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। সবাই একত্রিত থাকলে এই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta