জাতিসংঘ বাংলাদেশের পাশে থাকবে গুরুত্বপূর্ণ সংস্কারে: আন্তোনিও গুতেরেস
বাংলাদেশের চলমান সংস্কার এবং পরিবর্তনের প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন থাকবে বলে জানিয়েছেন সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার (১৪ মার্চ) দুপুর সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এ কথা বলেন।
এক্স পোস্টে তিনি বলেন, আমি ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য ধন্যবাদ জানাই। বাংলাদেশের বর্তমান সংস্কার এবং পরিবর্তনের গুরুত্বপূর্ণ সময়টিতে একটি টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে জাতিসংঘ সবসময় তাদের পাশে থাকবে।
এর আগে গতকাল বৃহস্পতিবার গুতেরেস ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান।
শুক্রবার সকালে প্রথমে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পরে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর সকাল ১০টার দিকে তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান, যেখানে ড. ইউনূসের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে তারা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন। সেখানে গুতেরেস এবং ড. ইউনূস রোহিঙ্গাদের ক্যাম্পে বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন এবং প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দেবেন।
এদিকে, আগামীকাল জাতিসংঘ মহাসচিব সুশীল সমাজের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন এবং জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করবেন।
এছাড়া, পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেরেস একজন অভিজ্ঞ কূটনীতিকও। জাতিসংঘ মহাসচিব হওয়ার আগে তিনি জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান ছিলেন এবং সেই সময়েও রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।
সালাউদ্দিন/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta