কক্সবাজার বিমানবন্দরের নির্মাণকাজ পর্যবেক্ষণে প্রধান উপদেষ্টা
কক্সবাজারে নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
শুক্রবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দুপুর ১২টা ৪৮ মিনিটে একটি চার্টার্ড ফ্লাইটে কক্সবাজারে পৌঁছান তিনি। পরে গুতেরেস উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান এবং সেখানে তার নির্ধারিত কর্মসূচিতে অংশ নেন।
প্রধান উপদেষ্টার প্রেস অফিস জানিয়েছে, মহাসচিবের সফর শেষে মুহাম্মদ ইউনূস কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি সাইট ঘুরে দেখেন। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) তাকে নির্মাণকাজের অগ্রগতি ও বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করে।
বেবিচক জানায়, বিমানবন্দরটির নির্মাণকাজ ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।
নতুন এই আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে প্রতিদিন ৪০ থেকে ৫০টি এয়ারক্রাফট ওঠানামা করবে।
২০১৫ সালে কক্সবাজারের বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬,৭৭৫ ফুট রানওয়েকে ১০,৭০০ ফুটে সম্প্রসারণে ব্যয় হচ্ছে ১,৯০০ কোটি টাকা।
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta