পুলিশের গুলিতে আহতদের তালিকায় শাহাদাতের উল্লেখ নেই
কিশোরগঞ্জের ভৈরবে জুলাই-আগস্ট মাসে পুলিশের গুলিতে আহতদের তালিকায় শাহাদাতের নাম অন্তর্ভুক্ত হয়নি।
শাহাদাতের পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে যোগাযোগ করেও তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করাতে পারেনি।
পরিবারের দাবি, ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশজুড়ে ছাত্র-জনতার আন্দোলনে ভৈরবেও ব্যাপক বিক্ষোভ হয়। আন্দোলন দমন করতে পুলিশ ও ছাত্রলীগের কর্মীরা গুলি চালায়, এতে কিশোর শাহাদাত মাথা, কপাল ও শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও চিকিৎসকরা পুলিশি ভয়ে তাকে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানান। পরে তাকে ইউনাইটেড হাসপাতাল ও অর্থোপেডিক সেন্টারে স্থানান্তর করা হয়, যেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীর থেকে ২২টি গুলি বের করা হয়। তবুও কিছু গুলি শরীরে থেকে যাওয়ায় সে এখনো তীব্র যন্ত্রণায় ভুগছে।
শাহাদাতের বাবা কিরন মিয়া জানান, ছেলের চিকিৎসার জন্য সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো সরকারি তালিকায় তার নাম নেই। কোনো ধরনের সরকারি সহায়তা না পাওয়ায় তাদের পরিবার কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।
এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন বলেন, “সরকারি তালিকা প্রস্তুত করা হয়েছে। যারা বাদ পড়েছেন, তাদের অন্তর্ভুক্তির জন্য সময় বাড়ানো হয়েছিল। যদি এখনো কেউ তালিকা থেকে বাদ থাকে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে নতুন তালিকা প্রণয়ন করা হবে।”
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta