আড়াইহাজারে থানায় লুট হওয়া দুটি অস্ত্র-গুলি পুনরুদ্ধার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৫ আগস্ট থানায় লুট হওয়া অস্ত্রের মধ্যে একটি শটগান ও একটি গ্যাস শ্যুটারগানসহ ১৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে উপজেলার পৌর সদরের গাজীপুরা এলাকায় নান্নুর মিলের কাছে আউয়ালের পুকুরে মাছ ধরার সময় পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো তার পায়ের সঙ্গে লাগে।
পরে আউয়াল এ ঘটনা স্থানীয় বিএনপি নেতা আশিককে জানান, তিনিই থানায় বিষয়টি অবহিত করেন। এরপর ওসি এনায়েত হোসেন সঙ্গীয় ফোর্স ও স্থানীয় সাংবাদিকদের নিয়ে অস্ত্রগুলো উদ্ধার করেন।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি ৫ আগস্ট থানায় লুট হওয়া অস্ত্রের অংশ। এর আগেও লুট হওয়া বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta