রেললাইনে কাটা যুবকের মরদেহ উদ্ধার
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের বাসিন্দা স্বরূপ ভট্টাচার্য্য (২৫) চট্টগ্রামের সাতকানিয়া রেললাইনে কাটা অবস্থায় মৃত অবস্থায় পাওয়া গেছে।
বৃহস্পতিবার তিনি তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন, এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি, কারণ তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। পরে, রাতের দিকে এক ফোন কলে স্বজনরা তার মৃত্যুর খবর নিশ্চিত হন।
নিহত স্বরূপ ভট্টাচার্য্য রাইখালী ইউনিয়নের বাসিন্দা, তার বাবা হীরণ ভট্টাচার্য্য প্রয়াত। তিন ভাই-বোনের মধ্যে স্বরূপ ছিলেন মেজো।
তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে তার কাকা জ্যোতিময় ভট্টাচার্য্য বলেন, "আমার ভাইপো স্বরূপ খুব ভালো ছেলে ছিল। আমরা বিশ্বাস করি না যে সে আত্মহত্যা করতে পারে। ঘটনার গভীর তদন্ত হওয়া দরকার। রাতের দিকে সাতকানিয়া থেকে ফোন করে জানানো হয় যে তার মরদেহ রেললাইনে পাওয়া গেছে। বর্তমানে চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশ মরদেহটি তাদের হেফাজতে রেখেছে।"
স্বরূপ নিখোঁজ হওয়ার আগে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়, যেখানে পারিবারিক দুঃখ ও হতাশার ইঙ্গিত পাওয়া যায়।
এ বিষয়ে কাপ্তাই রাইখালী চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইমরুল আহমেদ জানান, যেহেতু ঘটনাটি সাতকানিয়া থানার আওতায়, তাই আইনগত ব্যবস্থা সেখানেই নেওয়া হবে।
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta