কুষ্টিয়ায় তিন সাংবাদিকের ওপর হামলা: প্রতিবাদ সমাবেশ
কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা হানিফ-আতার অনুসারী এবং বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক আল মামুন সাগর ও তার সহযোগীরা কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার তারিকুল হক তারিকের ওপর হঠাৎ হামলা চালিয়ে তাকে মারধর করে আহত করেছেন।
এ সময় কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক ইত্তেফাকের কুষ্টিয়া জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঞ্জু এবং জনকণ্ঠের সাংবাদিক এম এ রকিব তারিককে রক্ষায় এগিয়ে এলে দুর্বৃত্তরা তাদেরও শারীরিকভাবে হেনস্তা করে।
বৃহস্পতিবার বিকেলে ছেওড়িয়া লালন অডিটরিয়ামে লালন স্মরণোৎসবের সমাপ্তির পর এই হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থাকলেও তারা কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, লালন স্মরণোৎসবের আলোচনা সভায় কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি তারিকুল হক তারিককে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। কিন্তু, অনুষ্ঠানের শুরুতে কুষ্টিয়া প্রেসক্লাবের কিছু আওয়ামীপন্থী সাংবাদিক তারিকের নাম ঘোষণার বিরোধিতা করে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে। জেলা প্রশাসক তাদের শান্ত করার চেষ্টা করেন।
আলোচনা সভা শেষ করে মঞ্চ থেকে নামার সময় সাংবাদিক আল মামুন সাগরের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তারিকের ওপর অতর্কিত হামলা চালায় এবং মারধর করে তাকে আহত করে। এ সময় তাকে রক্ষা করতে গেলে কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সহসভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু এবং জনকণ্ঠের সাংবাদিক এম এ রকিবকেও লাঞ্চনার শিকার হতে হয়।
পরে পুলিশ এসে তিন সাংবাদিককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।
এ ঘটনার প্রতিবাদে কুষ্টিয়া জেলা প্রেসক্লাব বৃহস্পতিবার রাতে প্রতিবাদ সভার আয়োজন করে। সভায় বক্তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সহসভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু, সহসভাপতি ও বাংলা ভিশন প্রতিনিধি হাসান আলী, সাধারণ সম্পাদক মজিবুল শেখ, যুগ্ম সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম মুকুল, নির্বাহী সদস্য শামসুল আলম স্বপন, কোষাধ্যক্ষ এনামুল হক, সাংবাদিক সাইফুল ইসলাম, হাদয়ার আলী, আসলাম আলী ও সোহেল রানা প্রমুখ।
এদিকে, হামলার ঘটনায় তিন সাংবাদিক শুক্রবার কুমারখালী থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta