অক্টোবরে অনুষ্ঠিত হতে পারে আফগান-বাংলাদেশ টি-২০ সিরিজ
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আফগানিস্তানের বিপক্ষে একটি সিরিজ আয়োজনের চিন্তাভাবনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্ভাব্য সময় হিসেবে আগামী অক্টোবর মাস নির্ধারণ করা হতে পারে।
শুক্রবার (১৪ মার্চ) ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে।
বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে জানান, ‘আমরা আগের স্থগিত হওয়া সিরিজ নিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা শুরু করেছি। রমজানের পর বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। আমরা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পরিকল্পনা করছি, যা বিশ্বকাপের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ।’
সিরিজটি অক্টোবরেই হতে পারে বলে ইঙ্গিত দিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানান, ‘ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী অক্টোবর ২ থেকে ১২ তারিখের মধ্যে একটি সময় পাওয়া যাচ্ছে, এবং আমরা তারিখ চূড়ান্ত করতে আলোচনা চালিয়ে যাচ্ছি।’
গত বছরের নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সেই সিরিজ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ ছিল। এছাড়া গত জুলাইয়ে আফগানিস্তান দল বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও, ওয়ার্কলোডের কারণে বিসিবি সেটি স্থগিত করেছিল। এবার অবশ্য দুই বোর্ডই আত্মবিশ্বাসী, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আনুষ্ঠানিক ঘোষণার পর।
সূত্র : ক্রিকবাজ।
বিডি-প্রতিদিন/বাজিত
প্রকাশিত: | By Symul Kabir Pranta