ব্রুনো ফার্নান্দেসের হ্যাটট্রিকে ম্যানইউ কোয়ার্টারে
প্রথম লেগে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ড্র করার পর দ্বিতীয় লেগটি ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ ম্যাচে সোসিয়েদাদকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলো আমোরিমের দল, যেখানে তারা ফরাসি ক্লাব লিওঁর মুখোমুখি হবে।
বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস অসাধারণ হ্যাটট্রিক করে দলকে জয় উপহার দেন। ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত এই ম্যাচে ৪-১ গোলের (দুই লেগ মিলিয়ে ৫-২) জয়ে ইউনাইটেড নিশ্চিত করেছে ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালে জায়গা।
রুবেন আমোরিমের অধীনে প্রথম বছরেই শিরোপা জয়ের আশাকে বাঁচিয়ে রাখতে এবং পরবর্তী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার সুযোগ ধরে রাখতে এই জয় ইউনাইটেডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তবে ম্যাচের শুরুটা ছিল বেশ খারাপ।
দশম মিনিটে ডাচ ডিফেন্ডার ম্যাথাইস ডি লিট রিয়াল সোসিয়েদাদের মিখেল ওইয়ারজাবালকে ফাউল করলে রেফারি পেনাল্টি দেন। স্পট-কিক থেকে ওইয়ারজাবাল সহজেই গোল করে সফরকারীদের এগিয়ে দেন।
তবে ইউনাইটেড দ্রুত প্রতিক্রিয়া জানায়। মাত্র ছয় মিনিটের ব্যবধানে ফার্নান্দেস পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান। পেনাল্টি আসে, যখন রাসমুস হজল্যান্ডকে ফাউল করেন ইগোর সুবেলদিয়া। রাতের ম্যাচটি একের পর এক নাটকীয় মুহূর্ত তৈরি করতে থাকে, যখন ইউনাইটেড তৃতীয় পেনাল্টির সুযোগ পায়। প্যাট্রিক ডোর্গুকে ফাউল করার কারণে রিয়াল সোসিয়েদাদের ডিফেন্ডার আরিতজ এলুস্তোন্দোর বিরুদ্ধে পেনাল্টির সিদ্ধান্ত আসে। এলুস্তোন্দো কিছুক্ষণ আপত্তি জানালেও তা কাজে আসেনি।
৫০ মিনিটে ফার্নান্দেস ঠান্ডা মাথায় স্পট-কিক থেকে গোল করেন। ৬৩ মিনিটে ডোর্গুকে ফাউল করে জন আরামবুরু লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল সোসিয়েদাদ। ইউনাইটেড থেমে থাকে না। ম্যাচের শেষ বাঁশি বাজার আগেই তারা আরও দুটি গোল করে। ৮৭ মিনিটে ফার্নান্দেস তার হ্যাটট্রিক পূর্ণ করেন নিচু শটে গোল করে। অতিরিক্ত সময়ে তার পর্তুগিজ সতীর্থ দিয়েগো দালত ইউনাইটেডের হয়ে চতুর্থ গোলটি করেন এবং দলের দুর্দান্ত জয় নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/নাজিম
প্রকাশিত: | By Symul Kabir Pranta