সহপাঠীদের সাথে সাইকেল চালাতে গিয়ে ঝগড়া, রাতে আত্মহত্যা
যশোরের অভয়নগরে সহপাঠীদের সঙ্গে সাইকেল চালানোর সময় মারধরের পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ১২ বছরের মাদরাসা ছাত্র ইসমাইল হোসেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে গুয়াখোলা গ্রামে কল্লোল হোসেনের বাড়ির ভাড়াটিয়ার ঘরে এই ঘটনা ঘটে।
মৃত ইসমাইল হোসেন গুয়াখোলা গ্রামের কামাল হোসেনের ছেলে এবং বাঘাবাড়ি ফয়েজিয়া কওমী মাদরাসার ছাত্র ছিল।
ইসমাইলের মা হাসনা বেগম জানান, বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ইসমাইল বাড়ি ফিরে এসে বলে যে তার সহপাঠী আবু হুরাইরা সাইকেল চালানো নিয়ে তাকে মারধর করেছে এবং সে বিচার চেয়েছে। এ কথা বলে সে ঘরের মধ্যে চলে যায় এবং কিছু সময় পরে ঘরে গিয়ে দেখা যায়, জানালার গ্রীলের সঙ্গে গলায় তার ওড়না পেঁচানো ছিল। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবির হোসেন জানান, ইসমাইল হাসপাতালে আনার আগেই মারা গেছে। প্রাথমিক তদন্তে মনে হয়েছে সে আত্মহত্যা করেছে।
বাঘাবাড়ি ফয়েজিয়া কওমী মাদরাসার পরিচালক হাফেজ মনির হোসেন বলেন, সাইকেল নিয়ে সহপাঠীর মারধরের বিষয়ে কিছু জানানো হয়নি, তবে তদন্ত করা হবে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং সুরতহাল সম্পন্ন হয়েছে। আইনগত ব্যবস্থা চলছে।
বিআরইউ
প্রকাশিত: | By Symul Kabir Pranta