পেকুয়ায় বিয়ের আশ্বাসে প্রবাসীর বাড়িতে তরুণীর বিষপান
কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের বামুলার পাড়ায় এক তরুণী বিয়ের দাবিতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন।
বুধবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় এক সাবেক ইউপি সদস্যসহ কয়েকজন তাঁকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।
স্থানীয়রা জানান, পেকুয়ার রাজাখালী ইউনিয়নের বামুলার পাড়ার শফিউল আলমের ছেলে, ওমান প্রবাসী মো. সাজ্জাদ (২৪) এবং চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া ইউপির চেলবন কবির সিকদার পাড়ার আবদুল মালেকের মেয়ে তানজিনা আক্তার (১৮) প্রেমের সম্পর্কে ছিলেন। এক বছর আগে রং নম্বরে পরিচয়ের পর তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং তাঁরা নিয়মিত যোগাযোগ করতেন। সাজ্জাদ সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরে আসার পর তানজিনা ছনুয়া থেকে পেকুয়ায় আসেন এবং বিয়ের দাবিতে সাজ্জাদের বাড়িতে গিয়ে বিষপান করেন।
তানজিনা বলেন, “এক বছর ধরে আমাদের কথা হতো। দেশে ফেরার পরও সাজ্জাদ আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কিছুদিন আগে হঠাৎ তিনি জানান, তাঁর পরিবার আমাকে মেনে নেবে না। এভাবে প্রতারণা মেনে নিতে পারিনি।”
তানজিনার মা জোহরা বেগম জানান, “কয়েকদিন ধরে মেয়ের মন খারাপ ছিল। এরপর জানতে পারি, সে বিষ খেয়েছে। পরে দ্রুত হাসপাতালে নিয়ে যাই।”
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তৌহিদুল ইসলাম বলেন, “তানজিনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছেন।
ইএইচ
প্রকাশিত: | By Symul Kabir Pranta