পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
পিরোজপুরের নেছারাবাদে মোটর সাইকেলে ঘুরতে গিয়ে স্বরূপকাঠিতে সড়ক দুর্ঘটনায় মো. ইউসুফ (২২) নামের এক যুবক নিহত এবং আরও ২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল নাগাদ ইন্দ্রেরহাট-চাঁদকাঠি সড়কের সুতার বাড়ি এলাকায় সনি সিনেমা হলের কাছে দুর্ঘটনাটি ঘটে।
ইউসুফ উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ি গ্রামের তোতা মিয়ার ছেলে। বলদিয়া ইউপি সদস্য মো. সোহাগ মিয়া জানান, ইউসুফ এবং তার দুই বন্ধু মোটর সাইকেলে আলকিরহাট ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে মোটর সাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের গাইড পোস্টের সঙ্গে ধাক্কা লাগে।
এতে ইউসুফ ও ফাহাদ গুরুতর আহত এবং মাহফুজ সামান্য আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা ইউসুফ ও ফাহাদকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করেন। সেখানে রাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় ইউসুফের মৃত্যু হয়।
বিআরইউ
প্রকাশিত: | By Symul Kabir Pranta