চরফ্যাশনে ১০টি অবৈধ ইট ভাটাকে জরিমানা
ভোলার চরফ্যাশন উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। টানা ১০ দিন ধরে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন।
৩ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত এই অভিযান চালানো হয়। অবৈধভাবে জ্বালানি কাঠ পোড়ানো, ড্রাম চিমনি ব্যবহার, লাইসেন্স না থাকা এবং কৃষি জমিতে ইটভাটা স্থাপনের কারণে ১০টি ইটভাটাকে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এই জরিমানায় ক্রাউন ব্রিকস তিন লাখ, আব্দুল্লাহ ব্রিকস দুই লাখ, ইফাত ব্রিকস এক লাখ, তেতুলিয়া ব্রিকস এক লাখ, ফাহিম ব্রিকস এক লাখ, রিফাত ব্রিকস এক লাখ, শানিমা ব্রিকস এক লাখ, মাহিসা ব্রিকস-২ এক লাখ, ইনাম ব্রিকস এক লাখ ও ঢাকা ব্রিকস এক লাখ টাকা জরিমানা করা হয়। মোট ১৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জরিমানার পাশাপাশি ড্রাম চিমনি ধ্বংস করা হয় এবং অবৈধ কাঠ পোড়ানো, ড্রাম চিমনি ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করা হয় এবং নির্দেশনা দেওয়া হয় যে, এসব অবৈধ ইটভাটার কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে।
এ বিষয়ে চরফ্যাশনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩-এর আওতায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলবে। তিনি সংশ্লিষ্টদের আইন মেনে ইটভাটা পরিচালনা করার আহ্বান জানান।
মুনতাসির/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta