ছাত্রদল নেতা অস্ত্র ও আট রাউন্ড তাজা গুলিসহ গ্রেফতার
নাটোরের লালপুরে দেশীয় অস্ত্র এবং আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান আরিফ ও শাকিব আলীকে আটক করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) রাতের দিকে উপজেলার মোহরকয়া এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে মীমাংসার জন্য মোহরকয়া গ্রামের আলম আলীর বাড়িতে শ্যালক শাকিবসহ কিছু মানুষ যান। তবে সেখানে উত্তেজনা সৃষ্টি হয় এবং মীমাংসা না হয়ে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে।
আটক মেহেদী হাসান আরিফ (৩২) রামকৃষ্ণপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে এবং নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি, আর শাকিব (২৪) বালিতিতা গ্রামের মাজদারের ছেলে।
এই সময় ছাত্রদল নেতা মেহেদী হাসান আরিফ ও তার সহযোগীরা আগ্নেয়াস্ত্রসহ সেখানে উপস্থিত হয়। কিছুক্ষণ পরে বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। সংঘর্ষ চলাকালে মাথায় আঘাত পেয়ে আরিফ ঘটনাস্থল থেকে পালিয়ে যান, কিন্তু তার সঙ্গে থাকা অস্ত্র ও গুলি সেখানেই পড়ে থাকে।
পরে বিষয়টি জানাজানি হলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র এবং আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে দুটি আলাদা মামলা দায়ের করে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মুনতাসির/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta