হালুয়াঘাটে শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি নিয়ে স্মারকলিপি
ময়মনসিংহের হালুয়াঘাটে শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং বদলী না করার জন্য স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খানের কাছে স্মারকলিপিটি জমা দেয়া হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিদ্যালয়ের ওয়াশব্লক নির্মাণের সময় শ্রমিকদের সাথে স্থানীয় মিজানুর রহমান সিমেন্ট চেয়ে গেলে শ্রমিকরা তা দিতে অস্বীকৃতি জানায়। এই বিষয়ে তর্ক-বিতর্কের পর মারামারিতে জড়িয়ে পড়লে হালুয়াঘাট থানায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুছ ছাত্তারকে আসামি করে মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরের পর উপজেলা শিক্ষা অফিসার প্রধান শিক্ষককে বদলীর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠালে, বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়রা শিক্ষকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাকে বদলী না করার দাবিতে স্মারকলিপি দেন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুছ ছাত্তার জানান, ঘটনার দিন তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক গ্রহণের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতিতে ছিলেন। এই ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, স্মারকলিপিটি পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন।
মুনতাসির/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta