সুন্দরগঞ্জে কলাগাছ পড়ে শিশুর মৃত্যু
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় কলাগাছের নিচে চাপা পড়ে ৮ বছরের সাজ্জাদ হোসেন নামে এক শিশুর মৃত্যু ঘটেছে। শুক্রবার (১৪ মার্চ) এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা মৃত্যুর খবর নিশ্চিত করে ফোনে জানান, বৃহস্পতিবার বিকালে উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের পূর্ব ছাপড়হাটি গ্রামে ঘটনাটি ঘটে। নিহত সাজ্জাদ হোসেন একই গ্রামের আনারুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সাজ্জাদ হোসেন তার দাদা বদিউজ্জামানের সাথে বাড়ির পেছনের পুকুরপাড়ে ছিল। এই সময় তার দাদা কলাগাছ কাটছিলেন। হঠাৎ সাজ্জাদ দৌড়ানোর সময় দুর্ঘটনাবশত কলাগাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা দ্রুত সাজ্জাদকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। তবে থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।
শাকিল/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta