ধর্ষককে ধরিয়ে দিলে দেওয়া হবে পুরস্কার
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক এবং সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী জানিয়েছেন, মির্জাপুরে শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেপ্তারে সহায়তা করলে বিএনপির পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।
তিনি বলেন, নেতাকর্মীদের এই প্রমাণ দিতে হবে যে বিএনপি সবসময় নির্যাতিতদের পাশে থাকে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে ধর্ষিত শিশুর পরিবারের সঙ্গে কথা বলে স্থানীয় বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব মন্তব্য করেন তিনি।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সহসভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, সাংগঠনিক সম্পাদক ডিএম শফিফকুল ইসলাম ফরিদ ও জসিম উদ্দিন প্রমুখ।
আবুল কালাম আজাদ সিদ্দিকী আরও বলেন, একটি কুচক্রী মহল বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং স্থানীয় নেতাকর্মীদের এই ঘটনার সাথে জড়িত করার চেষ্টা করছে। কিন্তু ভুক্তভোগী পরিবারকে সমর্থন জানিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা প্রমাণ করেছেন তারা এই অন্যায়ের বিরুদ্ধে।
এর আগে আবুল কালাম আজাদ সিদ্দিকী ধর্ষণের শিকার শিশুটির বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, ঘটনার মূল হোতাকে গ্রেপ্তারে বিএনপির পক্ষ থেকে প্রশাসনকে সবধরনের সহায়তা দেওয়া হচ্ছে। আমাদের নেতাকর্মীরা এ বিষয়ে সতর্ক রয়েছে। ধর্ষক ফিরোজ মিয়া যতই শক্তিশালী হোক, তাকে আইনের আওতায় আনা হবে।
মুনতাসির/সাএ
প্রকাশিত: | By Symul Kabir Pranta