কাপ্তান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন রাহুল!
এইবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হওয়ার জন্য সবচেয়ে এগিয়ে ছিলেন লোকেশ রাহুল। নিলামে তাকে দলে নেয়া হওয়ার পর থেকেই এ নিয়ে আলোচনা হচ্ছিল।
তবে, ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, রাহুল দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। কিছু দিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত এবং এতে বড় ভূমিকা পালন করেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, রাহুল যদি অধিনায়কত্ব না নেন, তাহলে অক্ষর প্যাটেলকে দায়িত্ব দেয়া হতে পারে। রাহুল এখন নিজের খেলা নিয়েই মনোযোগী হতে চান এবং দলের জন্য যতটুকু সম্ভব সাহায্য করতে চান, এজন্য অধিনায়কত্বের চাপ নিতে চান না।
আইপিএলের মেগা নিলামে দিল্লি ১৪ কোটি রুপিতে রাহুলকে দলে নিয়েছিল। তখন থেকেই ধারণা করা হচ্ছিল, তাকে অধিনায়কত্ব দেয়া হবে। রাহুলের অধিনায়কত্বের অভিজ্ঞতা আইপিএলে অনেকটাই।
এর আগে ২০২০-২১ সালে পাঞ্জাব কিংসের অধিনায়ক ছিলেন রাহুল এবং ২০২২-২০২৪ সাল পর্যন্ত তিনি লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের নেতৃত্ব দিয়েছেন। এবার তিনি নতুন দলে যোগ দিলেন, দিল্লি ক্যাপিটালসে। আইপিএলে রাহুলের ব্যাটে রানের ঝরনা।
২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আইপিএলের সাত মৌসুমের মধ্যে ছয়বার তিনি ৫০০ বা তার বেশি রান করেছেন। রাহুল অধিনায়কত্বের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় দিল্লি ক্যাপিটালস নিশ্চয়ই অক্ষর প্যাটেলের দিকে ঝুঁকবে। তবে, এখনও এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা হয়নি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ
প্রকাশিত: | By Symul Kabir Pranta