মাঠে ফিরে গোল করলেন মেসি, কোয়ার্টারে মায়ামি
লিওনেল মেসির ভক্তদের জন্য দীর্ঘ অপেক্ষা ছিল একেবারে শেষ হওয়ার মতো। ইন্টার মায়ামির খেলা চলছিল, তবে মেসি ছিলেন অনুপস্থিত। এই কারণে ভক্তদের মধ্যে হতাশাও বেড়ে গিয়েছিল।
অবশেষে মেসি ফিরে এসেছেন মাঠে। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোতে জ্যামাইকার ক্লাব ক্যাভালিয়ের এফসির বিরুদ্ধে তার মাঠে ফেরা এবং দুর্দান্ত এক গোল করার খবর এসেছে।
ম্যাচটি ২-০ ব্যবধানে জিতে ইন্টার মায়ামি দুই লেগের মোট ৪-০ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে।
মেসি প্রথমবারের মতো জ্যামাইকায় খেলার জন্য পৌঁছানোর পর দেশের মধ্যে উত্তেজনার পারদ ছিল চরমে। এমনকি মেসির আগমন উপলক্ষে ক্যাভালিয়েরের ৩ হাজার ধারণক্ষমতা সম্পন্ন মাঠ পরিবর্তন করে ম্যাচটি রাখা হয় ন্যাশনাল স্টেডিয়াম ইনডিপেনডেন্টস পার্কে, যেখানে ধারণক্ষমতা প্রায় ৩৫ হাজার ছিল। মেসিকে একনজর দেখতে আসা দর্শকরা ফিরে গেছেন মেসির গোলের আনন্দ নিয়ে।
আজকের ম্যাচে প্রথমার্ধে মেসি ছাড়া সুয়ারেজের পেনাল্টি গোলে ৩৭ মিনিটে এগিয়ে ছিল ইন্টার মায়ামি। একমাত্র গোলের লিড নিয়েই খেলা চলছিল। এক সময় মনে হচ্ছিল ১-০ ব্যবধানে শেষ হবে। তবে যোগ করা সময়ে দ্বিতীয় মিনিটে মেসি সবাইকে মাতিয়ে তোলেন। সতীর্থ সান্তিয়াগো মোরালেসের পাস ধরে বক্সে ঢুকে মেসি দুর্দান্ত একটি গোল করেন, যা দেখল দর্শকরা।
ক্যাভালিয়েরের বিরুদ্ধে এই গোলের পর মেসির মায়ামিতে গোলসংখ্যা দাঁড়াল ৩৭। এছাড়া তার ক্যারিয়ারের গোল সংখ্যা এখন ৮৫৩।
বিডি প্রতিদিন/নাজিম
প্রকাশিত: | By Symul Kabir Pranta