মাহমুদুল্লাহর অবসর প্রসঙ্গে সুজনের মন্তব্য
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মুশফিকুর রহিম। এবার একই পথ অনুসরণ করলেন অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে আগেই সরে দাঁড়ানো রিয়াদ এবার ওয়ানডে থেকেও বিদায় নিলেন। বুধবার নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি।
মুশফিক-রিয়াদের মতো তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাশরাফি মর্তুজারাও ক্যারিয়ারের ইতি টানলেও মাঠ থেকে অবসর নিতে পারেননি। এ নিয়ে বৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খালেদ মাহমুদ সুজন এবং নিজের হতাশা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘ওদের ক্যারিয়ার বাংলাদেশের ক্রিকেটের জন্য গর্বের বিষয়। তারা দেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। আমি মনে করি, মাঠ থেকে অবসর নেওয়া তাদের প্রাপ্য ছিল। যারা তাদের ভালোবেসেছেন, সমর্থন দিয়েছেন, তারাও চেয়েছেন মাঠেই এক বিদায়ী সংবর্ধনা।’
সঠিক সময়েই অবসর নিয়েছেন বলে মত প্রকাশ করে সুজন বলেন, ‘ওদের ক্যারিয়ারের এই পর্যায়ে এসে সিদ্ধান্ত সঠিকই ছিল। হয়তো চাইলে আরও কিছুদিন খেলা সম্ভব হতো, তবে সেটি কতটা ইতিবাচক হতো, বলা কঠিন। মাঠ থেকেই বিদায় নিলে তা আরও স্মরণীয় হয়ে থাকত।’
তিনি আরও বলেন, ‘মাহমুদুল্লাহ মাঠে দর্শকদের ভালোবাসা আর করতালির মধ্যে বিদায় নিলে সেটা তার জন্য দারুণ এক মুহূর্ত হতো। তবে কেন তারা মাঠ থেকে অবসর নেননি, সেটা আমারও জানা নেই। হলে আরও ভালো লাগত।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ
প্রকাশিত: | By Symul Kabir Pranta