উয়েফা নিশ্চিত করেছে, আলভারেজ দুইবার বল স্পর্শ করেছিলেন।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে টাইব্রেকারে অ্যাতলেতিকোর হয়ে দ্বিতীয় শটটি নিতে আসেন আলভারেজ। গোলটি লক্ষ্যভেদ করলেও ভিএআর কর্তৃক বাতিল হয়। কিছুক্ষণ পর জানা যায়, ডাবল টাচের অভিযোগ উঠেছে। শটটি নেওয়ার সময় আলভারেজের বাঁ পা কিছুটা পিছলে গিয়েছিল।
এ নিয়ে ব্যাপক বিতর্কের মধ্যে অভিযোগ নিয়ে উয়েফার কাছে যায় অ্যাতলেতিকো। অভিযোগ গ্রহণ করে স্পট কিকের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা জানায়, রেফারি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।
উয়েফা তাদের বিবৃতিতে নিশ্চিত করেছে, আলভারেজ বলটি খুবই সামান্য হলেও দুইবার স্পর্শ করেছিলেন। 'কিক নেওয়ার সময় খেলোয়াড় যে পায়ে দাঁড়িয়ে ছিলেন, সেই পা বলকে মৃদু হলেও স্পর্শ করেছে, যা ভিডিও ক্লিপে দেখা গেছে। বর্তমান গেমের আইন (আইন ১৪.১) অনুযায়ী, গোল বাতিল করার জন্য রেফারিকে ভিএআর ইশারা করতে হয়েছিল।'
উয়েফা আরও জানিয়েছে, যদি দুইবার স্পর্শ পুরোপুরি অনিচ্ছাকৃত হয়, তবে নিয়মটি পুনঃমূল্যায়ন করার প্রয়োজন হতে পারে, এ নিয়ে ফিফা ও আইএফএবির সঙ্গে আলোচনা করবে উয়েফা।
ওয়ান্দা মেত্রোপলিটানোয় বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ১-০ গোলের জয় পেয়ে টাইব্রেকারে জায়গা করে নেয় অ্যাতলেতিকো মাদ্রিদ। সেখানে ৪-২ ব্যবধানে জয়ী হয়ে বর্তমান চ্যাম্পিয়নরা কোয়ার্টার ফাইনালে পৌঁছায়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ
প্রকাশিত: | By Symul Kabir Pranta