মাহমুদউল্লাহর অবসরের সংবাদ বিশ্বাস করতে কষ্ট হচ্ছে স্ত্রীর
৩৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে স্বামীর এমন বিদায় এখনও বিশ্বাস করতে পারছেন না তার স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।
নিজের ফেসবুক পেজে গত রাতে একটি পোস্টের মাধ্যমে ১৮ বছরের আন্তর্জাতিক ক্রিকেট জীবনের অবসান ঘোষণা করেন মাহমুদউল্লাহ। অবসরের পর স্বামীকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন মিষ্টি। স্মৃতিচারণ করে তিনি লেখেন, ‘সব কিছুই শেষ হয়ে যায়, কিন্তু বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে তোমাকে আর কখনো দেখতে পাবো, এটা বিশ্বাস করাটাই কঠিন।’
২০০৭ থেকে ২০২৫ পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ৪৩০ ম্যাচ খেলা মাহমুদউল্লাহ ওয়ানডে ক্যারিয়ারে চারটি সেঞ্চুরির মধ্যে চারটি আইসিসি ইভেন্টে করেছেন। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাডিলেডে প্রথম সেঞ্চুরি করেন। একই বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে আরেকটি সেঞ্চুরি করেন। সেঞ্চুরি উদযাপন করে গ্যালারিতে চুমু ছুড়ে দেওয়ার সেই মুহূর্ত স্মরণ করে মিষ্টি লিখেছেন, ‘২০০৭ থেকে ২০২৫—অনেক স্মৃতি জড়িয়ে আছে। বিশ্বকাপে সেঞ্চুরি উদযাপন আমার জীবনের অমূল্য উপহার।’
মাহমুদউল্লাহর ক্যারিয়ার অনেক উত্থান-পতন দেখেছে। অফফর্মের কারণে দীর্ঘ সময় তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বাদ পড়েন। তবে প্রত্যাবর্তন ঘটিয়ে বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছেন। ২০১৮ নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে তার ১৮ বলে ৪৩ রানের ইনিংসের কারণে বাংলাদেশ ফাইনালে ওঠে।
মাহমুদউল্লাহর আন্তর্জাতিক ক্রিকেটে অর্জন নিয়ে তার স্ত্রী মিষ্টি বলেন, ‘১৭ বছর তোমার উত্থান-পতনের সাক্ষী ছিলাম, আলহামদুলিল্লাহ এখনও আছি। তুমি আমার প্রিয় ক্রিকেটার, আমার নায়ক এবং আজীবন সেটাই থাকবে। মাশাআল্লাহ তুমি দেশের জন্য যা কিছু করেছ, তাতে আমি গর্বিত। দেশের মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও সম্মান পেয়েছ, তাতে আমরা অনেক খুশি। এমআর থ্রিশের ভক্তদের প্রতি আমি কৃতজ্ঞ।’
৫০ টেস্ট, ২৩৯ ওয়ানডে ও ১৪১ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪৩০ আন্তর্জাতিক ম্যাচে মাহমুদউল্লাহ করেছেন ১১০৪৭ রান, গড় ৩১.৮৩। ৯ সেঞ্চুরি এবং ৫৬ ফিফটি রয়েছে তার নামের পাশে, যার মধ্যে টেস্টে পাঁচটি সেঞ্চুরি রয়েছে। ৫০ টেস্টে তার রান ২৯১৪।
রার/সা.এ
প্রকাশিত: | By Symul Kabir Pranta