মাহমুদুল্লাহকে কেন্দ্রীয় চুক্তিতে না রাখা নিয়ে যা বলছে বিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত সোমবার চলতি বছরের কেন্দ্রীয় চুক্তি পাওয়া ২২ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই চুক্তি কার্যকর থাকবে। তবে ফেব্রুয়ারির পর মাহমুদুল্লাহ রিয়াদ বিসিবিকে জানিয়ে দেন যে, তিনি কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিতে চান।
সম্প্রতি শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিদায়ের পর মাহমুদুল্লাহর অবসর নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ধারণা করা হচ্ছে, তিনি খুব শীঘ্রই তার অবসর সম্পর্কে ঘোষণা দেবেন। ইতিমধ্যেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে তিনি অবসর নিয়েছেন, এখন কেবল ওয়ানডে বাকি রয়েছে।
আজ (বুধবার) নারী ডিপিএল পুরস্কার বিতরণের পর গণমাধ্যমের সাথে কথা বলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। সেখানে মাহমুদুল্লাহর কেন্দ্রীয় চুক্তিতে না থাকার বিষয়টি নিয়ে আলোচনা করেন তিনি।
নাজমুল আবেদিন ফাহিম জানান, ‘যেহেতু মাহমুদুল্লাহ সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে না থাকার আগ্রহ প্রকাশ করেছে, সেটা থেকে মনে হয় তিনি তার অবসর নিয়ে ভাবছেন। আমার মতে, একবার তার চিন্তাভাবনা পরিষ্কার হলে আমরা এই বিষয়ে আলোচনা করতে পারব এবং আনুষ্ঠানিকভাবে কিছু পরিকল্পনা প্রকাশ করতে পারব।’
সম্প্রতি মুশফিকুর রহিম ওয়ানডে থেকে অবসর নিয়েছেন। তাকে বিসিবির কেন্দ্রীয় চুক্তির ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছিল, কারণ তার নাম টেস্ট ও ওয়ানডে খেলবেন এমন ভিত্তিতে প্রস্তাব করা হয়েছিল। কিন্তু তিনি ওয়ানডে থেকে অবসর নেয়ার পর, মুশফিক এখন কেবল টেস্ট ক্রিকেট খেলবেন। তাই ১ মার্চ থেকে তিনি ‘বি’ ক্যাটাগরিতে নামবেন। এবারের কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ ‘এ প্লাস’ ক্যাটাগরিতে রয়েছে কেবল তাসকিন আহমেদ, যার মাসিক বেতন ১০ লাখ টাকা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ
প্রকাশিত: | By Symul Kabir Pranta