শুক্রবার, ১৪রা মার্চ ২০২৫

আইসিসির মাসসেরা ক্রিকেটার শুভমান গিল

আইসিসির মাসসেরা  ক্রিকেটার শুভমান গিল
আইসিসির মাসসেরা ক্রিকেটার শুভমান গিল

ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতীয় ক্রিকেটার শুভমান গিল। আজ বুধবার পুরুষ বিভাগে তার নাম ঘোষণা করেছে আইসিসি। নারী বিভাগে এই পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালানা কিং।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি এবং ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে অসাধারণ পারফরম্যান্সের জন্য গিল এই পুরস্কার অর্জন করেছেন।

এটি গিলের তৃতীয়বারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া। এবার তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্লেন ফিলিপস এবং অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভ স্মিথ।

ফেব্রুয়ারি মাসে গিল ১০১.৫০ গড়ে মোট ৪০৬ রান করেছেন। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তার স্কোর ছিল যথাক্রমে ৮৭, ৬০ এবং ১১২। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের দিকে নিয়ে যান ২৫ বছর বয়সী এই তারকা।

গিল বলেন, ‘ফেব্রুয়ারি মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়ে আমি খুব খুশি। ব্যাট হাতে সাফল্য অর্জন এবং দেশের হয়ে ম্যাচ জেতানোর থেকে বড় অনুপ্রেরণা আর কিছুই আমাকে দিতে পারে না।’

ভারতীয় ক্রিকেটার আরও বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এ ফর্ম ধরে রাখা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল, তবে আমি আনন্দিত যে আমি সর্বোচ্চ সুবিধা গ্রহণ করতে পেরেছি। এটি ব্যক্তিগত এবং দলগতভাবে বছরের অসাধারণ একটি সূচনা। আমি একদিকে স্বপ্ন দেখি এবং অন্যদিকে সামনের অ্যাকশন-প্যাকড ক্রিকেট বছরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, যাতে ভারতকে আরও অনেক ম্যাচে জয়ী করতে পারি।’

আরএস

প্রকাশিত: | By Symul Kabir Pranta

আজকের সর্বশেষ

 ফিন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট image

ফিন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট

 ধর্ষণের দ্রুত বিচার ও পুলিশের ওপর image

ধর্ষণের দ্রুত বিচার ও পুলিশের ওপর শাহবাগীদের হামলার প্রতিবাদে নড়াইলে

 বড়লেখায় ধর্ষণ অভিযোগে যুবক আটক image

বড়লেখায় ধর্ষণ অভিযোগে যুবক আটক

 প্রবাসীর স্ত্রীর বাড়ি থেকে উপজেলা image

প্রবাসীর স্ত্রীর বাড়ি থেকে উপজেলা শিবির সেক্রেটারী গ্রেফতার

 আগামী দশ বছরের মধ্যে পঞ্চগড় থেকে image

আগামী দশ বছরের মধ্যে পঞ্চগড় থেকে একজন প্রধানমন্ত্রী আসবেন: সারজিস

 বিশ্ববাজারে সোনার দাম নতুন উচ্চতায় image

বিশ্ববাজারে সোনার দাম নতুন উচ্চতায় পৌঁছেছে।

 হাসিনা দেশকে শ্মশানে পরিণত করে চলে image

হাসিনা দেশকে শ্মশানে পরিণত করে চলে গেছেন: টুকু

 ক্ষমতা মানুষের পতন ডেকে আনে, যেমনটি image

ক্ষমতা মানুষের পতন ডেকে আনে, যেমনটি হাসিনার ক্ষেত্রে হয়েছিল- ড. মঈন খান

 ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ image

ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চাওয়ার আহ্বান গণঅধিকার পরিষদের

 স্বাস্থ্যখাতে বিশ্বের অন্য কোথাও image

স্বাস্থ্যখাতে বিশ্বের অন্য কোথাও এত কম বাজেট নেই: আমীর খসরু

 চলে গেলেন স্কুল প্রতিষ্ঠাতা চা image

চলে গেলেন স্কুল প্রতিষ্ঠাতা চা বিক্রেতা আব্দুল খালেক

 আল-আকসায় ৮০ হাজার মুসল্লি জুমা image

আল-আকসায় ৮০ হাজার মুসল্লি জুমা নামাজ আদায়