আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন মাহমুদউল্লাহ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ রিয়াদ। এর আগে তিনি টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন।
এবার তিনি ওয়ানডে থেকেও সরে দাঁড়ালেন। এর ফলে বাংলাদেশ দলের জার্সিতে আর তাকে মাঠে দেখা যাবে না।
আজ রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত জানালেন।
মাহমুদউল্লাহ লিখেছেন, ‘সবকিছু মহান আল্লাহর ইচ্ছায়। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার সতীর্থ, কোচ এবং বিশেষত আমার ভক্তদের ধন্যবাদ জানাই যারা আমাকে সব সময় সমর্থন করেছেন।’
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta