ইসরায়েলের ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আক্রমণ
ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করেছে, তারা ইসরায়েলের মধ্যাঞ্চলের জাফা এলাকায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। রবিবার ভোররাতে নিক্ষিপ্ত ওই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। নিরাপত্তার জন্য তেলআবিবসহ আশপাশের এলাকায় সাইরেন বাজানো হয়।
ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, “ইয়েমেন থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো হতাহত হয়নি।”
কয়েক ঘণ্টা পরে হুথি মুখপাত্র একটি বিবৃতিতে দাবি করেন, “আমাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাফা অঞ্চলে লক্ষ্যমাত্রায় আঘাত হেনেছে।” তবে তেলআবিব এই দাবির সত্যতা স্বীকার করেনি।
গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুথিরা ইসরায়েল এবং লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। ইসরায়েল হুঁশিয়ারি উচ্চারণ করেছে, “হামলা অব্যাহত থাকলে ইয়েমেনে নৌ ও বিমান অবরোধ আরোপ করা হবে।”
জাতিসংঘের মতে, লোহিত সাগরের পথে হুথিদের হামলার কারণে বিশ্ব বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়েছে। তবে ইসরায়েল দাবি করে, অধিকাংশ ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস করা হচ্ছে বা লক্ষ্যে পৌঁছানোর আগেই ভূপাতিত হচ্ছে। পাল্টা হিসেবে ইসরায়েলও মাঝে মাঝে ইয়েমেনের বিরুদ্ধে হামলা চালায়।
প্রকাশিত: | By Symul Kabir Pranta