হোয়াইট হাউসের সামনে নেতানিয়াহুর সফরবিরোধী প্রতিবাদ
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে ফিলিস্তিনপন্থী বিভিন্ন সংগঠন রবিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে।
আজ সোমবার নেতানিয়াহু সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করবেন। এই সফরটি তার ছয় মাসের মধ্যে তৃতীয় যুক্তরাষ্ট্র সফর।
বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে “ফ্রি, ফ্রি প্যালেস্টাইন” স্লোগান দেয়। তারা বিভিন্ন স্লোগানযুক্ত প্ল্যাকার্ড প্রদর্শন করে, যেমন— "ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করো", "প্যালেস্টাইনকে দীর্ঘজীবী করো" ও "নেতানিয়াহু পলাতক আসামি।"
‘আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইন (এএমপি)’সহ কিছু সংগঠন সোমবার এক সংবাদ সম্মেলন করবে, যেখানে নেতানিয়াহুর সফরের প্রতিবাদ ও গাজায় চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ইসরায়েলকে দেওয়া সাহায্য বন্ধের দাবি জানানো হবে।
রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, গাজায় হামাসের সঙ্গে বন্দিমুক্তি ও যুদ্ধবিরতির বিষয়ে এই সপ্তাহেই চুক্তি হওয়ার সম্ভাবনা আছে।
সোমবার নেতানিয়াহুকে তিনি কী বার্তা দেবেন জানতে চাইলে ট্রাম্প বলেন, “আমরা ইসরায়েলের সঙ্গে অনেক বিষয়ে কাজ করছি, যার মধ্যে রয়েছে একটি স্থায়ী ইরান চুক্তিও।”
ওয়াশিংটনে নেতানিয়াহু মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পাশাপাশি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের সিনিয়র কংগ্রেস সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েল গাজায় ব্যাপক গণহত্যামূলক অভিযান চালিয়ে যাচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত সেখানে ৫৭ হাজার ৪০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।
এই যুদ্ধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত নভেম্বর মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
এছাড়াও গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)-এ মামলা চলছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
প্রকাশিত: | By Symul Kabir Pranta