অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সৃজিত মুখার্জি।
কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি, যিনি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার স্বামী, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার রাতে শরীরের অস্বস্তি অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সৃজিতের মাথা ঘুরানো এবং শ্বাসকষ্ট হচ্ছিল। শনিবার সকাল থেকে তার বিভিন্ন পরীক্ষা চলছে, তবে ঠিক কী হয়েছে তা এখনও স্পষ্ট হয়নি।
চিকিৎসকরা জানিয়েছেন, সব পরীক্ষার ফলাফল হাতে না এলে তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছু বলা সম্ভব হবে না, পাশাপাশি তার পূর্ববর্তী কোনো সমস্যা আছে কিনা তাও পর্যালোচনা করবেন তারা। তবে বর্তমানে পরিচালকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
সৃজিতের নতুন সিনেমা ‘কিলবিল সোসাইটি’ পহেলা বৈশাখে মুক্তি পেয়েছে। এটি ‘হেমলক সোসাইটি’র সিক্যুয়েল, যেখানে পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায় এবং বিশ্বনাথ বসুর অভিনয় ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। দর্শকরা প্রেক্ষাগৃহে সিনেমাটি উপভোগ করছেন।
এছাড়া সৃজিতের হাতে একাধিক ছবি এবং সিরিজের কাজ রয়েছে। শুক্রবার তিনি তার পরবর্তী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ নিয়ে ঘোষণা দেন, যা রানা সরকার প্রযোজনা করবেন। ২০২০ সালে এই ছবির ঘোষণা দেওয়ার পর, বিভিন্ন কারণে এর কাজ এবার শুরু হতে চলেছে। ছবির প্রধান চরিত্রে দিব্যজ্যোতি দত্তকে দেখা যাবে এবং নটি বিনোদিনীর চরিত্রে অভিনয় করবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
প্রকাশিত: | By Symul Kabir Pranta