ক্যাটরিনা জানালেন, রণবীরের সঙ্গে বিচ্ছেদের কারণ
রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ পাঁচ বছর সম্পর্কের পর আলাদা হয়ে যান, তবে তাদের বিচ্ছেদ ছিল যথেষ্ট তিক্ত। ক্যাটরিনা দাবি করেছেন, তিনি আগেই বুঝতে পেরেছিলেন যে রণবীর তাকে ভালোবাসেন না।
ভারতের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কিছু পরিস্থিতিতে ক্যাটরিনা নিজের প্রাক্তন প্রেমিককে ভয়ও পেতেন। এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানান, তিনি কোন কারণে ভয় পেতেন। তিনি বলেন, বিয়ের পিঁড়িতে বসে থাকলেও তার মনে প্রশ্ন জেগে থাকত, ‘আসলেই কি রণবীর তাকে ভালোবাসেন?’
ক্যাটরিনা বলেছিলেন, ‘আমার মধ্যে একটা ভয়ের অনুভূতি ছিল। আমি চিন্তা করতাম, যদি এমন হয় যে, আমি বিয়ের মঞ্চে দাঁড়িয়ে আছি, বরমালা হাতে, কিন্তু বুঝতে পারছি যে রণবীর আমাকে ভালোবাসে না।’
রণবীর তার সিদ্ধান্ত নিয়ে সম্পূর্ণভাবে নিশ্চিত ছিলেন না বলে জানিয়েছেন ক্যাটরিনা। তার ভাষায়, ‘সে নিজের মনকেও ভালোভাবে জানে না। তাহলে সে কীভাবে প্রতিশ্রুতি দেবে? একদিন আমার হৃদয় ভেঙে যাবে, এই ভয় আমাকে গ্রাস করেছিল।’
ক্যাটরিনা আরও বলেন, তিনি রণবীরের পরিবারের সঙ্গে আরও কাছাকাছি সম্পর্ক গড়তে চেয়েছিলেন, কিন্তু তা করতে পারেননি। তিনি বলেছিলেন, ‘আমি রণবীরের পরিবারের কাছাকাছি ছিলাম না, কিন্তু আমি তাদের সঙ্গে আরও সময় কাটাতে চেয়েছিলাম। বিয়ের ক্ষেত্রে পরিবারের গুরুত্ব অনেক। আমি একজন প্রতিক্রিয়া-প্রবণ মানুষ, এবং যদি আমার সঙ্গী আমাকে কিছু দেয়, তবে আমি তার জন্য সেরা প্রেমিকা হতে পারব।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta