তৃতীয় সপ্তাহে ‘জংলি’ শোয়ের সংখ্যা বৃদ্ধি, ২৫ এপ্রিল মুক্তি পাচ্ছে বিদেশে।
ঈদের তৃতীয় সপ্তাহেও মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে উৎসবের ভাব বজায় রেখেছে। শুরুর দিকে কম সংখ্যক শো থাকলেও সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ সিনেমার চাহিদা বাড়তে শুরু করেছে।
প্রথম সপ্তাহে কম শো থাকলেও দ্বিতীয় সপ্তাহে প্রদর্শনীর সংখ্যা দ্বিগুণ করা হয়। তৃতীয় সপ্তাহে এসে ‘জংলি’র শো সংখ্যা আরও বেড়েছে।
আজ থেকে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় প্রতিদিন ২১টি শো হবে ‘জংলি’র। এছাড়া, যমুনা ব্লকবাস্টারে ৪টি এবং লায়ন সিনেমাসে ৩টি শো চলবে। সব মিলিয়ে ২৮টি শো প্রদর্শিত হবে, যেখানে শুরুতে ছিল ১১টি শো।
এছাড়া, সিঙ্গেল স্ক্রিনেও ‘জংলি’ সর্বোচ্চ হল পেয়েছে। বরবাদ-এর পর শুক্রবার থেকে এটি সর্বাধিক সিঙ্গেল স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে।
টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি জানান, মুক্তির প্রথম দিকে ‘জংলি’ শুধু তিনটি সিঙ্গেল স্ক্রিনে চলছিল, কিন্তু আজ থেকে দেশের ২১টি সিঙ্গেল স্ক্রিনে একযোগে প্রদর্শিত হচ্ছে। ‘জংলি’ এখন সর্বাধিক সিঙ্গেল স্ক্রিনে চলা সিনেমা।
তিনি আরও বলেন, ‘জংলির দর্শকপ্রিয়তা দেখে মনে হচ্ছে এটি একটি দীর্ঘদিন চলবে এমন সিনেমা। “পরাণ”-এর অভিজ্ঞতা থেকে আমি বলছি, “জংলি” ঠিক সেইভাবে এক বড় হিট হবে।’
এদিকে, তৃতীয় সপ্তাহে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার শো চলছে ৩৫টি মাল্টিপ্লেক্সে, এবং সিঙ্গেল স্ক্রিনে শতাধিক প্রদর্শনী রয়েছে। ঈদের আলোচিত সিনেমা ‘দাগি’ মাল্টিপ্লেক্সে ভালো সাড়া পেলেও সিঙ্গেল স্ক্রিনে সুবিধা করতে পারেনি। এটি বর্তমানে চারটি সিঙ্গেল স্ক্রিনে চলছে।
এছাড়া, ‘জংলি’ সিনেমার প্রথম ১৬ দিনের আয়ের হিসাব প্রকাশ করেছে টাইগার মিডিয়া। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন পর্যন্ত আয় হয়েছে প্রায় ২ কোটি ৬ লাখ টাকা।
দেশে বড় দর্শকপ্রিয়তা পাওয়ার পর, ২৫ এপ্রিল থেকে ‘জংলি’ বিদেশেও মুক্তি পাচ্ছে। সিনেমাটিতে সিয়াম আহমেদের পাশাপাশি অভিনয় করেছেন শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি এবং শিশুশিল্পী নৈঋতা প্রমুখ।
প্রকাশিত: | By Symul Kabir Pranta