অভিনয় ও রাজনীতি থেকে অবসর নিচ্ছেন সোহেল রানা!
বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা এবং প্রযোজক সোহেল রানা। তার দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে তিনি তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি। অবশেষে, আনুষ্ঠানিকভাবে তিনি অভিনয় এবং রাজনীতি থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন।
এই প্রসঙ্গে সোহেল রানা বলেন, '১৯৭৩ সালে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয়ে এসেছিলাম। প্রায় ৫২ বছর হয়ে গেছে। সবকিছুরই একসময় সমাপ্তি আসে। অভিনয়ের প্রতি ভালোবাসা থাকলেও আর প্রফেশনালভাবে অভিনয়ে দেখা যাবে না আমাকে। আমি রাজনীতি এবং অভিনয় দুটো থেকেই অবসর নিয়েছি। শারীরিক কারণে আমার আর সাপোর্ট হচ্ছে না।'
তবে তিনি জানান, একদিন সিনেমা পরিচালনা করার ইচ্ছা রয়েছে। অবসরের সিদ্ধান্ত তার বয়সজনিত কারণেই। বর্তমানে তার বয়স ৭৯ বছর।
অভিনয় থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়ে সোহেল রানা দেশের চলচ্চিত্র শিল্প নিয়ে তার হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, 'চলচ্চিত্রের অবস্থা এখন খুবই খারাপ। এখন যারা কাজ করছেন, তাদের সঙ্গে আমাদের প্রজন্মের মিল হচ্ছে না। বিদেশি সিনেমায় আমাদের বয়সী শিল্পীরা এখনও কাজ করছেন। তাদের জন্য আলাদা চরিত্র ও গল্প লেখা হচ্ছে। কিন্তু আমাদের দেশে তা হয়নি। আমরা বয়স্ক হলেই শুধু বাবা-মা বা চাচাদের চরিত্রে ব্যবহৃত হচ্ছি। অভিনয় করার সুযোগ পেলে এসব চরিত্রে অভিনয় করা সমস্যা নয়, তবে যদি সেই সুযোগ না থাকে, তাহলে অভিনয়ের কোনো মানে থাকে না। মানুষ আমাকে ভালোবাসে, সম্মান করে, এবং এই ভালোবাসা নিয়েই আমি বিদায় নিতে চাই।'
সোহেল রানা বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'ওরা ১১ জন' এর প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। ১৯৭২ সালে সিনেমাটি মুক্তি পায়। এর দুই বছর পর, ১৯৭৪ সালে তিনি কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত চরিত্র 'মাসুদ রানা' হিসেবে অভিনয়ে আত্মপ্রকাশ করেন।
'মাসুদ রানা' সিনেমার পরিচালনাও করেছিলেন সোহেল রানা। এরপর তিনি ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক হয়ে ওঠেন। সর্বশেষ তাকে তানভীর হোসেনের 'মধ্যবিত্ত' সিনেমায় দেখা গেছে। যদিও এক দশক ধরে তিনি সিনেমায় অনিয়মিত ছিলেন।
আরএস
প্রকাশিত: | By Symul Kabir Pranta