বিক্ষোভ সভায় বক্তারা
গাজায় বর্বর গণহত্যা, ভারতে ওয়াক্ফ বিল পাস এবং মুসলিমদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, ওয়াক্ফ বিল পাস করে গুজরাটের মোদি একের পর এক মুসলিমদের অধিকার হরণ করছে। মুসলমানদের ঘর-বাড়ি ভেঙে তাদের জন্মস্থান থেকে উচ্ছেদ করা হচ্ছে। প্রতিবাদ করতে গিয়ে ভারতের মুসলিমরা হত্যা ও নির্যাতনের শিকার হচ্ছে। এসব হত্যা ও নির্যাতনের আমরা তীব্র নিন্দা জানাই। এক হিন্দুত্ববাদী সরকার ১৬ বছর ধরে আমাদের ওপর অত্যাচার চালাচ্ছে, যার ফল ভারতকে ভোগ করতে হবে। গতকাল জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরও বলেন, গাজাকে পৃথিবী থেকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে, তবে আমাদের বিজয় গাজাতেই হবে। ইসরায়েল তাদের পাপের শাস্তি ভোগ করবে। বিশ্ব মুসলমান একত্র হলে, ইহুদিসহ মুসলমানদের শত্রুরা নিশ্চিতভাবে পরাজিত হবে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta