খালেদা জিয়া কখন দেশে ফিরবেন
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মে মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরছেন। সাপ্তাহিক যেকোনো দিন তিনি ফিরতে পারেন। তিনি মানসিকভাবে প্রস্তুত এবং অন্যান্য প্রস্তুতিও চলছে। চূড়ান্ত দিন নির্ধারিত না হলেও যুক্তরাজ্যের চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছেন, আগামী মাসের প্রথম সপ্তাহেই তাঁর ফেরা সম্ভব। আশা করা হচ্ছে, এর মধ্যেই তারা চূড়ান্ত ছাড়পত্র দেবেন।
এ বিষয়ে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ইনশা আল্লাহ, মে মাসের প্রথম সপ্তাহেই ম্যাডাম দেশে ফিরবেন বলে আশা করছি। যত দ্রুত সম্ভব, তিনি দেশে ফিরবেন। আমরা সবাই মানসিকভাবে প্রস্তুত রয়েছি। এখন লন্ডনের চিকিৎসকদের চূড়ান্ত নির্দেশনার অপেক্ষায় আছি। এক প্রশ্নের জবাবে তিনি জানান, ম্যাডামের দেশে ফেরার পর তারেক রহমানসহ পরিবারের অন্য সদস্যরাও ফিরতে পারেন।
সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমানে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন। লন্ডন হসপিটালের চিকিৎসকরা প্রতিদিন হোম ভিজিটের মাধ্যমে তাঁর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। তাঁর স্বাস্থ্যের উন্নতি হয়েছে এবং ছাড়পত্র মিললেই তিনি দেশে ফিরবেন।
ডা. জাহিদ হোসেন আরও বলেন, আল্লাহর রহমতে ম্যাডামের শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। তিনি তারেক রহমানের বাসায় থেকে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। লন্ডনের চিকিৎসকদের সঙ্গে আমরা দেশীয় চিকিৎসকরাও সমন্বয় করছি। আমরা বিশ্বাস করি, ইনশা আল্লাহ ম্যাডামের অবস্থার আরও উন্নতি হবে এবং চিকিৎসকরা দেশে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। সবকিছু বিবেচনায় আগামী মে মাসের প্রথম সপ্তাহেই তিনি দেশে ফিরতে পারবেন। চিকিৎসকের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ম্যাডাম। জানা গেছে, দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে সময় কাটিয়ে তিনি আনন্দিত ও মানসিকভাবে চাঙা আছেন। বিশেষ করে তারেক রহমান, ডা. জুবাইদা রহমান, সৈয়দা শর্মিলা রহমান, ব্যারিস্টার জাইমা রহমান, জাহিয়া রহমান ও জাফিয়া রহমান সব সময় তাঁর পাশে আছেন। চিকিৎসা ও পরিবারের সঙ্গে সময় কাটানো মিলিয়ে বর্তমানে তিনি ভালো সময় পার করছেন। চিকিৎসকদের ছাড়পত্র পেলেই তিনি দেশে ফিরবেন।
এদিকে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানান, বেগম খালেদা জিয়া আগামী মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন বলে আশা করছেন তারা। তিনি বলেন, আমরা অনুরোধ করেছিলাম ম্যাডাম যেন লন্ডনে ঈদ উদযাপন করে তারপর দেশে ফেরেন। তিনি আমাদের অনুরোধ রেখেছেন এবং এখন দেশে ফেরার জন্য আগ্রহী হয়ে উঠেছেন। কারণ, তিনি দেশনেত্রী—দেশ এবং জনগণের জন্যই তাঁর সর্বোচ্চ আগ্রহ। চিকিৎসকরাও সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন। তবে ফ্লাইটের বিষয়টি নির্ভর করবে সময়মতো টিকিট পাওয়ার ওপর। এক-দুই দিন আগে-পরে হতে পারে, তবে ম্যাডাম দেশে ফেরার জন্য পুরোপুরি প্রস্তুত।
প্রকাশিত: | By Symul Kabir Pranta