রাশিয়ার যুদ্ধে অংশ নিয়ে আশুগঞ্জের যুবক নিহত
দালালের প্রলোভনে পড়ে রুশ বাহিনীর হয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার এক যুবক। তার নাম মোহাম্মদ আকরাম হোসেন (২৫)। তার সহযোদ্ধার ফোনে এই দুঃখজনক খবর বাড়িতে পৌঁছানোর পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদন অনুযায়ী, ওয়েল্ডিং শিখে জীবনের উন্নতির আশায় প্রায় ১১ মাস আগে রাশিয়ায় পাড়ি জমান আকরাম। তিনি আশুগঞ্জের লালপুর হোসেনপুর গ্রামের বাসিন্দা ছিলেন। রাশিয়ায় গিয়ে তিনি একটি কোম্পানিতে ওয়েল্ডার হিসেবে কাজ শুরু করেন। আট মাস কাজ করার পর দালালের প্রলোভনে পড়ে রুশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে ইউক্রেন যুদ্ধে অংশ নেন। তিনি নিজের ফেসবুকেও যুদ্ধে অংশ নেওয়ার ছবি আপলোড করেছিলেন। কিন্তু ইউক্রেনের মিসাইলের আঘাতে তার স্বপ্নের যাত্রা শেষ হয়ে যায়।
আকরামের বাবা মোরশেদ মিয়া জানান, কোম্পানিতে সঠিক বেতন না পাওয়ায় আকরাম দালালের প্রলোভনে রুশ সেনাবাহিনীতে যোগ দেয়। তার শর্ত ছিল সম্মুখসারিতে যুদ্ধ করা। এতে পরিবারের পক্ষ থেকে বিরোধিতা করা হলেও আকরাম জানিয়েছিলেন যে, আর ফিরে আসার কোনো সুযোগ নেই।
আকরামের মা মোবিনা বেগম জানান, যুদ্ধের সময় ছেলের সঙ্গে নিয়মিত যোগাযোগ হলেও ১৩ এপ্রিল থেকে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গতকাল তার সহযোদ্ধা ফোন করে জানান, মিসাইল হামলায় আকরাম মারা গেছেন।
নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta