স্ত্রীসহ সিঙ্গাপুর সফরে গেলেন মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। তাঁর স্ত্রী রাহাত আরা বেগমও তার সঙ্গে আছেন এবং তিনিও সেখানে চিকিৎসা নেবেন।
রোববার (৬ এপ্রিল) সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন মির্জা ফখরুল।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিঙ্গাপুরে মহাসচিবের চিকিৎসার জন্য শিডিউল রয়েছে এবং তিনি এক সপ্তাহ পর দেশে ফিরবেন।
তথ্য অনুযায়ী, কয়েক বছর আগে মির্জা ফখরুলের গলায় ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে এবং রক্ত চলাচলে জটিলতা সৃষ্টি হয়েছিল। তখন তিনি সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন এবং ফলোআপের জন্য তাকে আবার সেখানে যেতে হচ্ছে।
প্রকাশিত: | By Symul Kabir Pranta