নাগরপুরে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে আলোচনা সভা
পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির একটি সার্বজনীন উৎসব যা ধর্ম, জাতি ও বর্ণ নির্বিশেষে সবাইকে একত্রিত করে। এটি শুধুমাত্র একটি উৎসবই নয়, বরং বাঙালি জাতির ঐক্য, সংস্কৃতি এবং ঐতিহ্যের চিহ্ন। বাংলা ১৪৩২ সনকে স্বাগত জানাতে এবং পহেলা বৈশাখকে যথাযথভাবে উদযাপন করার উদ্দেশ্যে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসন একটি প্রস্তুতিমূলক সভা আয়োজন করেছে।
এ সভাটি বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমানের সভাপতিত্বে এই সভায় অংশগ্রহণ করেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. রাশেদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আল নোমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান (হবি), ইসলামি আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার সভাপতি মো. বাবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় পহেলা বৈশাখ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্য সেবা, র্যালি ও মেলার আয়োজনসহ অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ইউএনও আরাফাত মোহাম্মদ নোমান দিনটি সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং আনন্দমুখরভাবে উদযাপন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
প্রকাশিত: | By Symul Kabir Pranta