পদত্যাগ করে ছাত্রদের নতুন দলের নেতৃত্ব গ্রহণ করুন: ড. ইউনূসকে দুদু
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পদত্যাগ করে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব গ্রহণের আহ্বান জানিয়েছেন।
বুধবার (৯ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে ‘সংস্কার, জাতীয় নির্বাচন ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দুদু বলেন, ‘ড. ইউনূস ছাত্রদের নিয়ে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। কিছু মানুষ এর বিরোধিতা করেছে, তবে আমি তা করিনি। ড. ইউনূস সত্যের পক্ষে থাকেন এবং সাহসী পদক্ষেপ নেন। আপনি যেহেতু এতটা সচেতন, এতটা সত্য জানেন, তাহলে কেন ছেলেদের মাঠে পাঠাবেন? নিজেই পদত্যাগ করে দলের দায়িত্ব নিন, নির্বাচনে অংশ নিন। যদি জনগণ ভোট দেয়, বিএনপি আপনাকে সর্বপ্রথম অভিনন্দন জানাবে।’
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘রাজনীতিতে আপনাকে কখনো মামলা খেতে হয়নি। অথচ বিএনপির ৫০ লাখ কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বেগম খালেদা জিয়াকে চিকিৎসা ছাড়াই কারাগারে থাকতে হয়েছে। আমি বলব, বিএনপি এমন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, যা অন্য কোনো দল পারেনি। বিএনপিকে রাস্তায় নামানোর আগে নির্বাচন দিন। না হলে বলব, হাসিনার দিকে তাকান। বিএনপি সব সময় জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে, তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে।’
প্রকাশিত: | By Symul Kabir Pranta